Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিবাহ রেজিষ্টার

 হাদল ইউনিয়ন বিবাহ রেজিস্ট্রারের তথ্য:

 

ক্রমিক

নাম

মোবাইল

ইউনিয়ন অফিস

০১

মাওলানা মো: আব্দুল মজিদ

০১৭১৬০৩৪৯০৯

 হাদল ইউনিয়ন

বিবাহ রেজিস্ট্রিকরণ এবং এর প্রয়োজনীয়তা

মুসলিমবিয়েরেজিস্ট্রি:

বিয়ে রেজিস্ট্রি হচ্ছে বিয়ের লিখিত দলিল। বিয়ে রেজিস্ট্রি করার জন্য আমাদের দেশে একটা আইন আছে। এটাই বিয়ে রেজিস্ট্রিকরণ আইন।অর্থাত্‍ বিবাহ সম্পর্কিত অত্যাবশ্যক তথ্যাবলী সরকারী রেজিস্টারে লিপিবদ্ধ করাই হচ্ছে বিবাহ রেজিস্ট্রেশন। বিবাহ রেজিস্ট্রেশনের কপি হচ্ছে বিবাহের প্রমাণপত্র। এই আইনটি ১৯৭৪ সালে কার্যকরী হয়।উল্লেখ্য যে হিন্দু বিয়ে রেজিস্ট্রি করণের কোন বিধান নেই।

বিয়েরেজিস্ট্রেশনকেনপ্রয়োজন?

*কেউ বিয়ের সত্যতা অস্বীকারক রতে পারেনা;

*স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী পুনরায় বিবাহক রলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন;

*স্বামীর কাছ থেকে স্ত্রী ভরন পোষণ আদায় করতে পারেন;

*স্ত্রী নিকাহ্ নামায় উল্লেখিত দেনমোহর আদায় করতে পারেন; যে ক্ষেত্রে দেনমোহর নির্দিষ্ট করা নাই, সেক্ষেত্রে স্ত্রী ন্যায়সংগত পরিমাণ দেনমোহর আদায় করতে পারেন;

* স্বামী বা স্ত্রীর মৃত্যু ঘটলে দুই জনের মধ্যে যিনি বেঁচে থাকবেন, তিনিমৃ তের সম্পত্তি থেকে বৈধঅংশ আদায় করতে পারবেন।

উদাহরণ:আয়েশা আর গফুরের ধুমধামের সাথে বিয়ে হলো। কিন্তু নানা উত্‍সবের আড়ালে রেজিস্ট্রেশনের কথাটি সবাই বেমালুম ভুলে যায়।বিয়ের কিছুদিন পর আয়েশা এবং গফুরের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং গফুর আয়েশাকে প্রাপ্য দেনমোহরও ভরণপোষণদিতে অস্বীকৃতি জানায়। বিয়ে রেজিষ্ট্রি করা থাকলে আয়েশা সহজেই আদালতে গিয়ে দেনমোহর ও ভরণপোষণ আদায় করতে পারত, কিন্তু এঅবস্থায় দেনমোহর ও ভরণপোষণ আদায় করা খুব কঠিন।

বিবাহরেজিস্ট্রিফি:

রেজিষ্ট্রি ফি দেনমোহর টাকার উপরভিত্তি করে নির্ধারণ করা হয়। বর্তমানে রেজিস্ট্রেশনফি-প্রতি হাজারে দশ টাকা।

সর্বনিম্ন ৫০টাকা,

সর্বোচ্চ ৪০০০টাকা।

(কিন্তু সরকার সময়ে সময়ে রেজিস্ট্রেশন ফি পরিবর্তন করে থাকেন)। এছাড়াপ্ রতিটি বিবাহের রেজিস্ট্রেশন বাবদ নিকাহ রেজিস্টার ২৫টাকা কমিশন পাবেন এবংতি নিবিবাহের অনুষ্ঠানে গিয়ে রেজিস্ট্রিকরালে, যাতায়াত ভাতা বাবদ প্রতি মাইলে১.০০(এক) টাকা করে পাবেন। বরপক্ষ সাধারণত রেজিস্ট্রেশন ফিপ্রদান করেথা কেন। রেজিস্ট্রেশন ফি জমাদেয়া হলেনিকাহ্ রেজিস্টার একটিপ্ রাপ্তি রশিদ দিবেন। রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজ স্বামী ওস্ ত্রী দুজনের কাছেই রাখতে হবে।অন্যথায় স্ত্রী সমস্যায় পরলে আদালতের কাছে সাহায্য    চাইতে পারবেন না।

অপরাধ:

কাজীর অনুপস্থিতিতে বিয়ে হলেও বিয়ের কথা কাজী অফিসে না জানানো আইনত দন্ডনীয় অপরাধ।যিনি বিবাহ সম্পন্ন করেছেন তিনিই নিকা হ্রেজিস্টারের নিকট প্রতিবেদন পেশ করবেন। ।

শাস্তি:

বিবাহ রেজিস্ট্রেশননা করা শাস্তি যোগ্য অপরাধ। ১৯৭৪সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইনে (সংশোধিত ৮ই মার্চ, ২০০৫) বলা হয়েছে যে, যে সমস্ত বিয়ে নিকাহ রেজিস্ট্রার কর্তৃক সম্পাদিত হয়নি সেসব বিয়ে যে বা যারা করেছেন তিনি রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যে উক্ত বিয়ের খবর নিকাহ রেজিস্ট্রারের নিকট দিবেন। যদি কেউ এই নিয়ম পালন না করে তবে সে দুই বছরের কারাদন্ড বা ৩০০০(তিন হাজার) টাকা জরিমানাবা উভয় দন্ডেদন্ডিত হবে।

পরামর্শ

প্রতিটি ইউনিয়নে সরকার কর্তৃক নিয়োজিত একজন করে কাজী আছেন। তিনি বিবাহ রেজিস্ট্রি করবেন। যদি বিবাহ সম্পাদনের দিন রেজিস্ট্রেশন করা সম্ভব না হয় তবে বিবাহের দিন থেকে ৩০দিনের মধ্যে বিবাহ রেজিস্টারের কার্যালয়ে গিয়ে বিবাহ রেজিস্ট্রি করতে হবে। বিয়ে রেজিস্ট্রেশানের সময় কাজীযে রশিদ দেন সেই রশিদ সংগ্রহ করে রাখতে হবে। কারণ কাবিন নামা উঠানোর সময় এই রশিদ দেখালে কাজীকে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি দিতে হয় না। রশিদ দেখাতে না পারলে প্রতি তল্লাসির জন্যপ্রতি পাতার জন্য কাজী অফিসে ১.০০ (একটাকা) দিতে হয়।বিয়েটি রেজিস্ট্রি ভলিউমে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে।